প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী রফিউর রাব্বি। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের দেওভোগে শেখ রাসেল পার্ক মুক্তমঞ্চে
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী রফিউর রাব্বি। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের দেওভোগে শেখ রাসেল পার্ক মুক্তমঞ্চে

‘সত্য প্রকাশ প্রথম আলোর বড় শক্তি’

দীর্ঘ দুই যুগ ধরে বস্তুনিষ্ঠ অবস্থানে থেকে পাঠকদের সত্য তথ্য দিয়ে যাচ্ছে প্রথম আলো। সত্য প্রকাশ প্রথম আলোর বড় শক্তি। নির্ভীক খবরের কাগজের চেয়েও প্রথম আলো একটু বেশি। সংবাদ পরিবেশনের পাশাপাশি পত্রিকাটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নতুন জীবনের আলো দেখায়। এ জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আশ্রয়স্থল প্রথম আলো।

‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে দেশের ৮৮টি স্থানে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২৬টি স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার আরও ২১ স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বন্ধুসভার সহযোগিতায় এসব অনুষ্ঠানে ছিল শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, সুধী সমাবেশ, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন।

‘সৃষ্টিশীলতা বাড়াতে ভূমিকা রাখে প্রথম আলো’

প্রথম আলো সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে। ব্যতিক্রম খবর প্রচার করে। ফরিদপুরের বৃক্ষপ্রেমিক সামাদ, রাজশাহীর পলান সরকারকে প্রথম আলো হিরো বানিয়েছে। এ জন্য প্রথম আলো অনন্য। পত্রিকাটি ছেলেমেয়েদের সৃষ্টিশীলতা বাড়াতেও ভূমিকা রাখে।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শহরের টেপাখোলা মহল্লার শান্তি নিবাসে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মণ্ডল, ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আলী আহসান, প্রবীণ শিক্ষক আলতাফ হোসেন, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সিরাজী কবির, বেসরকারি সংস্থা বিএফএফের নির্বাহী পরিচালক সাব্বির হোসেন, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, একেকের নির্বাহী পরিচালক এম এ জলিল, সমাজসেবা কর্মকর্তা নূরুল হুদা, এফডিএর নির্বাহী পরিচালক মো. আজহারুল হক, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।

‘সত্য তথ্য প্রথম আলো’

প্রথম আলো প্রকাশের শুরুর দিন থেকেই পাঠককে সত্য তথ্য দিয়ে আসছে। এ জন্য লাখো পাঠক প্রথম আলোকে বিশ্বাস করেন। এটাই প্রথম আলোর শক্তি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কুড়িগ্রাম কলেজ মোড় সাধারণ পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আবদুল খালেক, সাংবাদিক আহসান হাবিব, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, রবীন্দ্রসংগীতশিল্পী সুব্রতা রায়, কবি ও গল্পকার জুলকার নাঈন, নদী-গবেষক নাহিদ হাসান, সাংবাদিক রাশেদুল ইসলাম, প্রথম আলো চরের আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান ও প্রথম আলোর কুড়িগ্রাম জেলার সেরা পাঠক সামিউল হক প্রমুখ। কুড়িগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক রাজু আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

‘দল নিরপেক্ষ হওয়ায় প্রথম আলো সবচেয়ে জনপ্রিয়’

কুড়িগ্রামে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যশোরের কেশবপুর প্রেসক্লাবের সভাকক্ষে প্রথম আলো কেশবপুর বন্ধুসভার সভাপতি দীপ্ত রায় চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য দেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কবি মোহাম্মদ শফি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কেশবপুর কলেজের অধ্যাপক এনায়েত হোসেন, উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, খেলাঘর আসরের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মণ্ডল, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম মোদক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক।

‘সত্য প্রকাশ প্রথম আলোর বড় শক্তি’

প্রথম আলো দীর্ঘ দুই যুগ ধরে বস্তুনিষ্ঠ অবস্থানে থেকে পাঠকদের সত্য তথ্য দিচ্ছে। সত্য প্রকাশ প্রথম আলোর বড় শক্তি। প্রথম আলো নির্ভীক খবরের কাগজের চেয়ে একটু বেশি।

সিরাজগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গতকাল এসব কথা বলেন। পৌর শহরের সরকারি শিশু পরিবার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা হেলাল আহমেদ, আইয়ুব আলী, এক্সিম ব্যাংকের সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক কামরুল হাসান, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক হাসান শরীফ, কবি স্বর্ণকমল প্রমুখ। বন্ধুসভার সদস্য লিপা রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি লিমন।

‘সত্য ও ন্যায়ের কথা বলে প্রথম আলো’

প্রথম আলো ন্যায় ও সত্যের কথা বলে। অন্ধকার থেকে বেরিয়ে আসতে আলোর পথ দেখানোর কথা বলে। সত্য তথ্য প্রকাশের কারণে পত্রিকাটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের তালিকায় উঠে এসেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আয়োজিত অনুষ্ঠানে সুধীজনেরা এসব কথা বলেন। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় একুশে পদক পাওয়া ছড়াসম্রাট সুকুমার বড়ুয়াকে। বন্ধুসভার সভাপতি মুহাম্মদ জানে আলমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন। বক্তব্য দেন রাউজানের মেয়র জমির উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন, হাইওয়ে থানার ওসি কামরুল আজম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্যবস্থাপক মুহাম্মদ সরোয়ার জামান।

কিশোরগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন৷ বুধবার কিশোরগঞ্জ সদরের মারিয়া এলাকায়

এ ছাড়া আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, সংগঠক আহসান হাবিব চৌধুরী, দেশসেরা শিক্ষক সালসাবিল করিম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, রাউজান শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন বিশ্বাস, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বন্ধুসভার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জিয়াউর রহমান, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, সাপ্তাহিক গণ-অধিকার-এর সম্পাদক মনসুর আলম, ইতিহাস একাত্তর-এর সম্পাদক জয়ীতা বড়ুয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া, রাউজান ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।

‘সত্য তথ্য পেতে প্রথম আলো পড়ি’

তথ্য তৃপ্তিদায়ক না হলে পাঠক তা পড়েন না। প্রথম আলোর তথ্য পাঠকের কাছে সত্য বলে মনে হয়। এ জন্য সত্য তথ্য পেতে মানুষ প্রথম আলো পড়েন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল পিরোজপুরে আয়োজিত অনুষ্ঠানে সুধীজনেরা এসব কথা বলেন। পিরোজপুর সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আবদুল কাদের, সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক মো. ইকবাল কবির, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল।

‘সাংবাদিকতায় বিপ্লব ঘটিয়েছে প্রথম আলো’

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকার কল্যাণী ইনক্লুসিভ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে গতকাল প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সদরের ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট সুবীর নন্দী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ্, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা আখতার, মারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান, কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।

কিশোরগঞ্জ বন্ধুসভার পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তানভীর হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ। বন্ধুসভার পক্ষে বক্তব্য দেন সভাপতি লুৎফুন্নেছা চিনু, সহসভাপতি রিফাত ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজ মারুফ। বক্তারা বলেন, প্রথম আলো দেশে সাংবাদিকতায় বিপ্লব ঘটিয়েছে। প্রথম আলো পিছিয়ে পড়া মানুষকে নিয়ে কাজ করে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা তারই প্রমাণ।

‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আশ্রয়স্থল’

প্রথম আলো শুধু সংবাদ পরিবেশন করে না, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নতুন জীবনের আলো দেখায়। এ জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আশ্রয়স্থল প্রথম আলো।

সিরাজগঞ্জের রায়গঞ্জে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। উপজেলা সদরের ধানগড়ায় ‘ইউনিভার্স একাডেমি’ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও তৃপ্তি কণা মণ্ডল, রায়গঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুল্লাহ আল পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এ কে এম জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ প্রমুখ।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘গাছই জীবন’ শিরোনামে মাইম পরিবেশিত হয়। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের দেওভোগে শেখ রাসেল পার্ক মুক্তমঞ্চে

রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আলহাজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হক, সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ সাহা, বেসরকারি সংস্থা ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা, ধানগড়া মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম সরকার, অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, ব্রহ্মগাছা ইউপির চেয়ারম্যান গোলাম ছরওয়ার, ধানগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার, নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ সরকার, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খান, সাবেক সভাপতি টি এম কামরুজ্জামান ও দীপক কুমার কর, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি মো. আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার মাহাতো, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

‘প্রথম আলো দুর্জনের ভয় ও সুজনের আশ্রয়’

নেত্রকোনার দুর্গাপুরে প্রকৃতির পাঠশালা নামের একটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও ও কথাসাহিত্যিক রাজীব উল আহসানের সভাপতিত্বে বক্তব্য দেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সরোজ মোস্তফা, অর্থনীতি বিভাগের প্রভাষক রোয়েনা রহমান, নেত্রকোনা সাহিত্যসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শিমুল মিলকী, প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা নাজমুল তুহিন, পরিচালক ভাস্কর হাজং, কবি দুনিয়া মামুন, সমাজকর্মী ও শিক্ষানুরাগী তারা মিয়া, বন্ধুসভার সভাপতি শিশির হোসাইন, সাধারণ সম্পাদক শামিম আহমেদ প্রমুখ। বন্ধুসভার উপদেষ্টা সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী। বক্তারা বলেন, প্রথম আলো দুর্জনের ভয় ও সুজনের আশ্রয়। জন্মলগ্ন থেকে পত্রিকাটি নিপীড়িত মানুষের পক্ষে এবং সব অন্যায়-অনিয়ম, দুর্নীতি, হত্যা, সন্ত্রাসের বিপক্ষে। প্রথম আলোর এ জয়যাত্রা অক্ষুণ্ন থাকুক।

‘মতপ্রকাশের স্বাধীনতার বাতিঘর’

প্রথম আলো মতপ্রকাশের স্বাধীনতার বাতিঘর। পত্রিকাটি অন্যায়ের কাছে মাথানত করে না। প্রথম আলো সব সময় সাহসের সঙ্গে সত্য সংবাদ প্রচার করে।

গাজীপুর জেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে গাজীপুর মহানগর পুলিশের ডেপুটি কমিশনার আলমগীর হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর, গাজীপুর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম, কবি ও সাহিত্যিক ফারদিন ফেরদৌস, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক রাজীবুল হাসান, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা, গাজীপুর বন্ধুসভার সভাপতি ইমরান আকন্দ, সাধারণ সম্পাদক নাঈমা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বর্তমান বাস্তবতায় সত্য প্রকাশে প্রথম আলোর ভূমিকার প্রশংসা করেন।

‘প্রথম আলো সত্য প্রকাশে আপসহীন’

প্রথম আলো মানুষের কথা বলে। সমস্যা ও সংকটের কথা তুলে ধরা পাশাপাশি সম্ভাবনার বাণী শোনায়। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার পক্ষে প্রথম আলোর দৃঢ় অবস্থান। প্রথম আলো পত্রিকা সত্য প্রকাশে আপসহীন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার উপদেষ্টা আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুল রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক ওলিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, গণফোরাম সাতক্ষীরার সভাপতি আলীনুর খান, ডেইলি সাতক্ষীরার বার্তা পত্রিকার সম্পাদক এম বেলাল হোসাইন, প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বন্ধুসভার সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা, প্রচার সম্পাদক ইমরুল হাসান। বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মৌটুসী চ্যাটার্জি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে

‘সত্য তথ্যে এগিয়ে যাচ্ছে প্রথম আলো’

প্রথম আলো পাঠকের প্রতি কৃতজ্ঞ থাকা একটি সংবাদপত্র। সত্য তথ্যের ওপর নির্ভর করে প্রথম আলো এগিয়ে চলেছে। বিনয়ী সমাজ গঠনে পত্রিকার উদ্যোগী থাকার চেষ্টাও মানুষের চোখে পড়ে। প্রথম আলোর প্রতি পাঠক হিসেবে কৃতজ্ঞতার শেষ নেই।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে আয়োজিত পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পৌর শহরের বকুলতলায় আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম, মেয়র ইফতেখার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এবিসি রেডিওর সাবেক উপদেষ্টা মনোরঞ্জন দাস, অধ্যক্ষ শরীফ আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, ভৈরব বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ, বিতর্ক সংগঠক রকিবুল হান্নান, নিরাপদ সড়ক চাই-এর ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, কাকলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক তুহিন মোল্লা, ভৈরব বন্ধুসভার সভাপতি সুমাইয়া হামিদ, সাধারণ সম্পাদক ছিদরাতুল রশিদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।

‘পাঠককে আরও সত্য তথ্য তুলে ধরুক প্রথম আলো’

ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের শুভেচ্ছা বক্তৃতায় আলোচনা সভা শুরু হয়। আলোচনায় অংশ নেন পাঠক ইসাহক আলী, শাহীনুর আলম, বন্ধুসভার উপদেষ্টা সাকিব আল হাসান প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ইমদাদ শুভ্র, সাইফ উদ্দিন ও শাহনেওয়াজ মিঠু। অনুষ্ঠানে পাঠকেরা প্রথম আলোর কাছে আরও বেশি সত্য তথ্য তুলে ধরার আহ্বান জানান।

‘সত্যের পথে চলতে সাহায্য করে প্রথম আলো’

সমাজে সত্য প্রতিষ্ঠায় সাহসের সঙ্গে লড়ে যাচ্ছে প্রথম আলো। সমাজে যখন নানা অসত্য-বিভ্রান্তি ছড়ায়, তখন সত্য জানতে প্রথম আলোকে ভরসা করতে হয়। অন্ধকার দূর করে আলো ও সত্যের পথে চলতে সাহায্য করে প্রথম আলো।

শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক গাজী শরিফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, মেয়র পারভেজ রহমান, কালেক্টরেট কিশলয় কেজি স্কুলের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র রায়, শরীয়তপুর বন্ধুসভার সভাপতি শাহীন সরকার, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ প্রমুখ।

‘প্রথম আলো সবার কথা তুলে ধরে’

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে প্রীতি সম্মিলনীতে সম্মাননা দেওয়া হয় একুশে পদক পাওয়া ছড়াকার সুকুমার বড়ুয়াকে। মঙ্গলবার সন্ধ্যায় রাউজান উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে

প্রথম আলো শহর থেকে তৃণমূল পর্যন্ত সবার কথা তুলে ধরে। পত্রিকাটি জন্মলগ্ন থেকে সাহসিকতার সঙ্গে মাদক, কুসংস্কার, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কথা বলে। এ জন্য প্রথম আলোর প্রতি আস্থা রাখে মানুষ।

পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুধীজনেরা এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলো পঞ্চগড় বন্ধুসভার সভাপতি রায়হান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, বাংলা একাডেমির পরিচালক কে এম মুজাহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হান্নান শেখ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উদীচী শিল্পীগোষ্ঠী পঞ্চগড়ের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান।

‘অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার প্রথম আলো’

প্রথম আলো সব সময় অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার। মানবিক প্রতিবেদনের পাশাপাশি প্রতিষ্ঠাকাল থেকে পত্রিকাটি সম্পাদকীয় নীতিমালা অক্ষুণ্ন রেখে বাংলাদেশের জয়গান করছে।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ব্যাডমিন্টন কোর্টে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এন এম রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক জি এম মনিরুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান কাজী এম আনিছুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা নিশাত নিগার, প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক প্রমুখ। প্রথম আলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক ঐশী ভৌমিক।

‘মানবিক সমাজ গঠনে কাজ করছে প্রথম আলো’

মানবিক ও বাসযোগ্য সমাজ গঠনে প্রথম আলো সামাজিক আন্দোলন গড়ে তুলেছে। মাদক ও অ্যাসিডবিরোধী প্রচারণাসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আগামী দিনেও পত্রিকাটি সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবে।

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিকা আক্তারের সঞ্চালনায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ধীমান সাহা, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক প্রমুখ।

‘সত্য ছড়িয়ে দেয় প্রথম আলো’

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক তালুকদার মোহাম্মদ রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুস সামাদ মিয়া, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা পার্থ প্রতীম দাস, বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের দেশসেরা প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ওয়ালটনের সহকারী পরিচালক রেজাউল করিম, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা চিকিৎসক নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। বক্তারা বলেন, সত্য বলার চেয়ে সত্য ছড়িয়ে দেওয়া কঠিন। প্রথম আলো শুধু সত্য বলে না, সত্য প্রতিষ্ঠিত করে, সত্য ছড়িয়ে দেয়।

‘সত্যে তথ্যে টিকে থাকবে প্রথম আলো’

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ফরিদপুর শহরের টেপাখোলা শান্তিনিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুসভা

সত্যে তথ্যে ২৪ বছর ধরে পাঠকপ্রিয় সংবাদপত্র হিসেবে টিকে আছে প্রথম আলো। সত্য প্রকাশের মাধ্যমে হাজার বছর পত্রিকাটি টিকে থাকবে।

গতকাল লালমনিরহাট শহরের বার্ন হাডট ইনক্লুসিভ স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবু জাফর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উত্তর বাংলা কলেজের প্রভাষক এস তাবাসসুম রায়হান, বার্ন হাডট ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক স্বপ্না জামান, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক সুপেন্দ্র নাথ দত্ত, সমাজসেবক শওকত হোসেন আহমেদ, নাট্যসংগঠক মাখন লাল দাস, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব, প্রথম আলো লালমনিরহাট বন্ধুসভার সভাপতি শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

‘সত্য তথ্যের ভরসা প্রথম আলো’

প্রথম আলো নির্ভুল তথ্যভান্ডার। কোনো অভিযোগ পেলে যাচাই-বাছাই না করে প্রথম আলো সংবাদ প্রকাশ করে না। এ জন্য সত্য তথ্যের ভরসা প্রথম আলো।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল কুলাউড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, থানার ওসি মো. আবদুছ ছালেক, সংস্কৃতিকর্মী রজতকান্তি ভট্টাচার্য, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান, জাসদ নেতা মইনুল ইসলাম, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অমলেন্দু ভট্টাচার্য, উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র, সংস্কৃতিকর্মী রফিকুল ইসলাম, প্রভাষক আবদুল খালিক প্রমুখ। কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা শহীদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন ও কুলাউড়া বন্ধুসভার সভাপতি স্বপন কুমার দাস।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা, ঝিনাইদহ, ভৈরব, সাতক্ষীরা, ফরিদপুর; প্রতিনিধি, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, লালমনিরহাট, পঞ্চগড়, শরীয়তপুর, গাজীপুর, নেত্রকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, পিরোজপুর, রাউজান, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, কেশবপুর, যশোর, জুড়ী, মৌলভীবাজার; সংবাদদাতা, কুড়িগ্রাম]