চট্টগ্রামের রাউজানে এক যুবলীগ নেতার নেতৃত্বে একটি ইটভাটায় হামলা চালিয়ে নগদ তিন লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় ইটভাটার কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীরখীল এলাকায় আরবিএম নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে ওই ইটভাটার মালিক শহীদ উল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত যুবলীগ নেতার নাম আজিজ উদ্দিন। তিনি উপজেলা যুবলীগের সহসম্পাদক। তাঁকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া সাতজনের নামোল্লেখ করে মামলায় আরও পাঁচ-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, আজিজ উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সশস্ত্র সন্ত্রাসী রাত সাড়ে নয়টার দিকে ইটভাটাটিতে গিয়ে হামলা-ভাঙচুর শুরু করেন। এ সময় ইটভাটার চার–পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। ইটভাটার ক্যাশবাক্স থেকে তাঁর তিন লাখ টাকা ছিনিয়ে নেন। এ ছাড়া তিনটি মুঠোফোনও লুট করা হয়। একপর্যায়ে শ্রমিকেরা ধাওয়া দিলে সন্ত্রাসীরা তাঁদের একটি মুঠোফোন এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে অটোরিকশাটি জব্দ করে।
জানতে চাইলে ইটভাটাটির মালিক এস এম শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, আজিজ উদ্দিন ১ ডিসেম্বর তাঁর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। কয়েক দফা ফোন করে চাঁদা না পেয়ে তাঁকে হত্যার হুমকি দেন আজিজ। হুমকির বিষয়ে তিনি রাউজান থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এর মধ্যেই সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর ইটভাটায় হামলা-ভাঙচুর ও টাকা লুট করেছেন।
আজিজ উদ্দিন পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ওসি আরও বলেন, এলাকায় প্রচার আছে বিএনপির কিছু নেতা-কর্মীর সঙ্গে মিশে আজিজ বিএনপিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।