প্রথমা ডটকমের রিটেইল পার্টনার হিসেবে জিপ্রযুক্তি ডটকমের যাত্রা শুরু

প্রথমা ডটকের পক্ষে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব উন্নয়ন কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান এবং জিপ্রযুক্তি ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন চৌধুরী তাঁর প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। আজ বৃহস্পতিবার, কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে
প্রথমা ডটকের পক্ষে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব উন্নয়ন কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান এবং জিপ্রযুক্তি ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন চৌধুরী তাঁর প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। আজ বৃহস্পতিবার, কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

বাংলাদেশের ই–কমার্স এখনো পূর্ণতা পায়নি। দেশের জনসংখ্যার একটি বড় অংশ যে এখনো ই–কমার্স সুবিধার বাইরে, এর মূল কারণ বিশ্বাসযোগ্যতা ও আস্থার অভাব। একই সঙ্গে অনেকে এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারেননি ই–কমার্সে। এই সমস্যা সমাধানে বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমজিপ্রযুক্তি ডটকম নিয়ে এলো অ্যাসিস্টিভ ই–কমার্সের সুবিধা।

এখন থেকে জিপ্রযুক্তি ডটকমের রিটেইল চেইন শপ থেকে প্রথমা ডটকমের বই অনলাইনে অর্ডার করা যাবে। ওই শপগুলো থেকে অর্ডারকৃত বই ডেলিভারি নেওয়া ও রিটার্ন করাও যাবে। ২০১৯ সালের ২০ জানুয়ারি যাত্রা শুরুর পর প্রথমা ডটকম এখন পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে। তাদের সংগ্রহে থাকা ৫০ হাজার বই ছাড়াও ফোনকলের মাধ্যমে দেশি–বিদেশি বই অর্ডার করতে পারেন যেকোনো সময়। প্রতি মাসে নতুন নতুন অফার এবং গিফটের মাধ্যমে বইয়ের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করেছে তারা। তাদের মূল লক্ষ্য পাঠকের কাছে ভালো বই পৌঁছে দেওয়া।

প্রথমা ডটকম ও  জিপ্রযুক্তি ডটকমের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত দুই পক্ষের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার, কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে

অন্যদিকে ২০২২ সালের আগস্টে যাত্রা শুরু করে জিপ্রযুক্তি ডটকম লিমিটেড খুব কম সময়ের মধ্যে দেশের বৃহত্তম খুচরা প্রযুক্তি পণ্য বিতরণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে নীলফামারী থেকে কক্সবাজার পর্যন্ত ১৯টি জেলায় প্রতিষ্ঠানটির ৩৪টি নিজস্ব রিটেইল পয়েন্ট আছে। এ বছরের মধ্যে দেশের প্রতিটি জেলায় এবং আগামী বছরের মধ্যে প্রতিটি উপজেলা ও পৌরসভায় রিটেইল পয়েন্টের বিস্তৃতি ঘটাবে জিপ্রযুক্তি ডটকম। একই নামে প্রতিষ্ঠানটির ই–কমার্স সাইট আছে, যেখান থেকে ক্রেতারা মাত্র ৩৫ টাকার বিনিময়ে যেকোনো প্রযুক্তি পণ্য ডেলিভারি নিতে পারবেন। ফলে প্রান্তিক মানুষেরা সত্যিকারের অমনি চ্যানেল (রিটেইল চেইন ও ই–কমার্স) ডিস্ট্রিবিউশন চ্যানেলের সুবিধা ভোগ করছে।

জিপ্রযুক্তি ডটকম এবং প্রথমা ডটকমের এই যৌথ উদ্যোগের ফলে সব শ্রেণির পাঠকের কাছে বই পৌঁছানো আরও সহজ হবে।

এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রথমা ডটকমের পক্ষে ছিলেন খ্যাতিমান লেখক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব উন্নয়ন কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, প্রথমা ডটকমের সমন্বয়ক রাসেল রায়হান প্রমুখ। জিপ্রযুক্তি ডটকমের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন চৌধুরী, পরিচালন প্রধান সাজ্জাদ রেজা বসুনীয়া, পরিচালন ব্যবস্থাপক বিপ্লব হোসেন, সহকারী মার্কেটিং ব্যবস্থাপক শেখ সাখাওয়াত হোসেন এবং ব্যবসায় উন্নয়ন নির্বাহী মাহিব উল ইসলাম চৌধুরী।