আয়কর জমা পড়ায় জাপা নেতা রুহুল আমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এ বি এম রুহুল আমিন হাওলাদার
ফাইল ছবি

পটুয়াখালী–১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তিনি এ ঘোষণা দেন।

এর আগে প্রায় কোটি টাকা আয়কর বকেয়া থাকায় গতকাল রোববার যাচাই–বাছাইয়ের সময় রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল।

রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, জাপা প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার টাকা আয়কর বকেয়া রয়েছে মর্মে পটুয়াখালীর সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা আপত্তি তুলেছিলেন। এরপর রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়। তবে তিনি বকেয়া আয়কর চালান জমা দিয়েছেন বলে সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানিয়েছেন। এখন আর বকেয়া নেই বলে জানিয়েছেন। তাই রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

পটুয়াখালীর চারটি আসনে ২৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে গতকাল যাচাই–বাছাই শেষে ১৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আটজনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়। স্থগিত প্রার্থীরা ভুলত্রুটিগুলো সংশোধন করে দিলে তাঁদের বৈধ ঘোষণা করা হবে। যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁদেরও আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।