বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার বঙ্গবন্ধু সড়কে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার বঙ্গবন্ধু সড়কে

নারায়ণগঞ্জে হাজারো শিক্ষার্থীর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

কোটা সংস্কারের দাবিতে সারা দেশে ছাত্র ও নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা নগরের চাষাঢ়া মোড়ে সড়কে বাঁশ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করে রাখেন। এতে নগরের বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল–কলেজের কয়েক হাজার শিক্ষার্থী বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনার থেকে রাস্তায় নেমে আসেন

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে নগরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা জড়ো হন। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী শহীদ মিনার থেকে রাস্তায় নেমে আসেন। তাঁরা নগরের চাষাঢ়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ডিআইটি বাণিজ্যিক এলাকা ঘুরে চাষাঢ়ায় বিজয় স্তম্ভ গোলচত্বর এলাকায় অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাইয়ের হত্যার, বিচার চাই করতে হবে’, ‘আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ’ ইত্যাদি। পরে শিক্ষার্থীরা চাষাঢ়ায় সড়কের প্রবেশমুখে বাঁশ ফেলে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন। এ সময় চাষাঢ়ায় বিজিবির একটি গাড়ি আটকালেও পরে শিক্ষার্থীরা ছেড়ে দেন। অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শহরের ভেতরে কোনো যানবাহন প্রবেশ করতে ও বের হতে পারছে না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন দুপুর সোয়া একটার দিকে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা সড়ক অবস্থান নিয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’