ছুটির দিনের সকালে রংপুরে আঞ্চলিক গণিত উৎসব শুরু

পতাকা উত্তোলনের মাধ্যমে আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। আজ শুক্রবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে
ছবি: প্রথম আলো

জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রংপুরে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় রংপুর জিলা স্কুল মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মান্নান উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা রনজিৎ কুমার রায়ের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মান্নান জাতীয় পতাকা, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মোহসীল আলী আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘দেশের শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে প্রথম আলোর এই উদ্যোগ মনে রাখার মতো। শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। আলোকিত স্মার্ট বাংলাদেশ শিক্ষার্থীদেরই গড়তে হবে।’

আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধনী পর্বে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে

গণিত উৎসব উদ্বোধনের পর ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে একদিকে উত্তরপত্র মূল্যায়ন, অন্যদিকে জিলা স্কুল মাঠে টানানো শামিয়ানার নিচে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিতে মঞ্চে থাকবেন বিশিষ্ট গণিতবিদেরা। দর্শকসারিতে বসা শিক্ষার্থীরা গণিত-সম্পর্কিত তাদের মনের নানা প্রশ্ন ছুড়ে দেবে সেই গণিতবিদদের কাছে।

প্রশ্নোত্তর পর্বে মঞ্চে থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন গাজী মাজহারুল আনোয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, শঠিবাড়ী ডিগ্রি কলেজের গণিতের শিক্ষক তারিক প্রধান। প্রশ্নোত্তর পর্বে ভালো প্রশ্নের জন্য তাৎক্ষণিক পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা ম্যাগাজিন দেওয়া হবে।

সবশেষে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত চার ক্যাটাগরিতে ৭৫ জন বিজয়ী নির্বাচন করা হবে। তাদের ঢাকা জাতীয় গণিত উৎসবে যোগ দেওয়ার সনদ, চিঠি ও টি-শার্ট দেওয়া হবে।