সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের নলকা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী সিমেন্টবোঝাই ট্রাকটি রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় চালক ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে দিলে কয়েকজন মুখোশধারী এসে চালক ও তাঁর সহকারীকে ভয়ভীতি দেখিয়ে গাড়ির কেবিনে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
অগ্নিসংযোগের পর চালক ও সহকারী ভয়ে গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকের সামনের কেবিন পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।