ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র শশধর সেনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বাহিনীর একটি দল নগরের সানকিপাড়া এলাকা থেকে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ফুলপুর থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আজ রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
শশধর সেন ফুলপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার সঙ্গে ফুলপুর পৌরসভার মেয়রও অপসারিত হন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে প্রথম পৌর মেয়র হয়েছিলেন শশধর সেন।
৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন শশধর সেন। এলাকায় না গেলেও ময়মনসিংহ নগরের সানকিপাড়া এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। তাঁর অবস্থানের খবর পেয়ে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।