রাজশাহীতে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের আহ্বায়ককে আসামি করে পুলিশের মামলা

পাটখড়িবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে রাজশাহী নগরের কাজলা এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে
 ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন কাজলা এলাকায় পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় তিনি ছাড়া আরও পাঁচজন আসামি আছেন।
নগরের মতিহার থানার উপপরিদর্শক জাকারিয়া মাসুদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গতকাল মঙ্গলবার বিকেলে মামলাটি করেন। আজ বুধবার দুপুরে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

মামলার অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিলুর রহমান (২৮), কর্মী মো. সোহান (৩৫), মো. তিমেল (২২), মতিহার থানা ছাত্রদলের সহসভাপতি মো. তরিকুল ইসলাম (৩১) ও আশরাফুল ইসলাম।

রোববার দিবাগত রাত দুইটার দিকে নগরের কাজলা এলাকায় পাটখড়িবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা পাটখড়ি পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভান। ট্রাকের ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি। এ ঘটনার পর রাতেই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মামলার প্রাথমিক তথ্যবিবরণীতে আসামিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়। এর মধ্যে আছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা, যানবাহনে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন, জনগণের মধ্যে ভীতি সৃষ্টি, মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড।

ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করে মামলার প্রধান আসামি সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে ট্রাকে আগুন দিয়েছে। এখন মিথ্যা মামলা দিয়ে তাঁদের ফাঁসানো হচ্ছে। দেশের জনগণ আর এসব বিশ্বাস করে না। জনগণের অধিকার রক্ষায় মিথ্যা হামলা-মামলা দিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না বলে দাবি করেন তিনি।

মতিহার থানার ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় তদন্ত চলমান। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।