চুয়াডাঙ্গা সদর উপজেলায় কাপড় কেনা নিয়ে তর্কের একপর্যায়ে সংঘর্ষে দুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের আমজেদ হোসেনের ছেলে সজল আহমেদ (২৭) ও আজিজুর রহমানের ছেলে মামুন অর রশিদ (২৪)।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সজল আহমেদ ও মামুন অর রশিদ মঙ্গলবার রাতে ভালাইপুর মোড়ের আশরাফুল ইসলামের কাপড়ের দোকানে থান কাপড় কিনতে যান। এ সময় তাঁরা কাপড় পছন্দ করলে দোকানি কাপড় কেটে দেন। এরপর সজল ও মামুন জানান, তাঁরা কাপড় নেবেন না। এতে দোকানের লোকজনের সঙ্গে তাঁদের তর্ক হয়।
একপর্যায়ে সজল ও মামুন লোকজন নিয়ে দোকানের কর্মচারীদের মারধর করেন। এরপর দোকানের লোকজন সজলের পেটে ও মামুনের বুকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হাসানুর রহমান তাঁদের মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।