মালঞ্চ নদের তীরে খালি কলসি পায়ের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন নারী। কলসিতে সাদা রং দিয়ে নানা দাবিদাওয়া লেখা। বিশ্ব পরিবেশ দিবস–২০২৪ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের জেলেপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এর আয়োজন করে।
এ সময় বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক, ক্লাইমেট অ্যাকটিভিস্ট এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, উপকূলীয় জেলাগুলোয় অঞ্চলভিত্তিক পানির সংকটের ধরন জানা, এর তথ্যায়ন, ন্যায় ও টেকসই সমাধান নিশ্চিত করতে সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বাড়াতে হবে। পানি পরিষেবাকে আরও সাশ্রয়ী করার উদ্যোগ নিতে হবে।
শরুবের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, শ্যামনগরের চারদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বারবার নদীভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। সুপেয় পানি সংগ্রহে উপকূলের নারীদের সব সময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হচ্ছে।
উপকূল–কন্যা তনুশ্রী মণ্ডল বলেন, উপকূলীয় এলাকায় ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করতে হবে। এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল ও জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। সরকারি পুকুরের ব্যক্তি ইজারা বাতিল করে সবার জন্য সুপেয় পানি ব্যবহারের উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের কো-ফ্যাসিলেটর বিশ্বজিত মণ্ডল, বুড়িগোয়ালিনী ইউনিটের হৈমি মণ্ডল, বিক্রম মণ্ডল, ঈশ্বরীপুর ইউনিটের আবদুস সালাম, স্বপ্না পারভীন, সবুজ মণ্ডল, আকাশ সানা, রুপালী খাতুন প্রমুখ।