প্রতিপক্ষ প্রার্থীর বিপক্ষে হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী রনজিত চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে
প্রতিপক্ষ প্রার্থীর বিপক্ষে হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী রনজিত চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন

মাদক ও চাঁদাবাজি নিয়ে কথা বলায় হামলার শিকার হন বলে দাবি রনজিতের

সংবাদ সম্মেলনে রনজিত চৌধুরী বলেন, তিনি ’৯৬ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। ২০১৬ সালে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হন। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকায় মাদক, রক্তি নদীতে চাঁদাবাজি, সীমান্তের চোরাকারবারিদের বিরুদ্ধে কথা বলেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর একইভাবে তিনি এসবের বিরুদ্ধে কথা বলছেন। তাই এসব অপকর্মে যুক্ত ব্যক্তিরা এক হয়ে পরিকল্পিতভাবে তাঁর গাড়িতে হামলা করেছে, গাড়ি ভাঙচুর করছে।

সংবাদ সম্মেলনে রনজিত চৌধুরী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও পুলিশের প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

তবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ জানান, ফতেপুর গ্রাম থেকে তাঁর কিছু সমর্থক শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে উপজেলা সদরে আসতে চাইছিলেন। সেই প্রস্তুতি নেওয়ার সময় গ্রামের সড়কে রনজিত চৌধুরী, তাঁর ভাই ও অন্যরা হামলা চালান। এ সময় তাঁর সমর্থকদের মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে আহত দুজনকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দিলীপ বর্মণের দাবি, তাঁর সমর্থকেরা নিরীহ। তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এটা যে বানানো, এলাকার মানুষজনকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে সবাইকে শান্ত করে এসেছে।

বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী আছেন পাঁচজন। অন্য তিনজন হলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার ও বিএনপি নেতা মোহন মিয়া। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে বিশ্বম্ভরপুর উপজেলায় ভোট হবে।