এক বছরের জন্য গঠনের ছয় বছর পর ছাত্রলীগের ঢাকা উত্তর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের ২৪ মার্চ থেকে আগামী ২ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলের কাছে জমা দিতে বলা হয়েছে।
সদ্য বিলুপ্ত ঢাকা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’
ঢাকা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি। সে হিসাবে কমিটির মেয়াদ শেষ হয় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে বিতর্ক ছিল দীর্ঘদিনের। এ কমিটির বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিএনপি পরিবারের সদস্যকে সভাপতি করাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দিয়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ আছে। এ ছাড়া বিবাহিত-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ থাকলেও সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এই কমিটির নেতারা।