মাদারীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে ‘দর-কষাকষি করে ঘুষ নেওয়া’ দুই রাজস্ব কর্মকর্তাকে খুলনা সদর দপ্তরে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন।
দুই কর্মকর্তা হলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের রাজস্ব কর্মকর্তা (সার্কেল-২) মো. রফিকুল ইসলাম ও (সার্কেল-১) মো. ইমরান কবীর।
এর আগে গতকাল সোমবার দুপুরে দুই কর্মকর্তার বর্তমান কর্মস্থল মাদারীপুর অফিস থেকে ছাড়পত্র দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা বিভাগের কমিশনার মুহম্মদ জাকির হোসেন।
গত বুধবার ফেসবুকে ১০ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, মো. রফিকুল ইসলাম ও মো. ইমরান কবীর অফিস কক্ষে বসে ঘুষের টাকা নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে দর-কষাকষি করছেন। এমনকি প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে চাহিদা মতো মাসোয়ারা টাকা দিতে বলছেন।
এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রথম আলো অনলাইন ও শুক্রবার ছাপা সংস্করণে সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ওই দুই রাজস্ব কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে খুলনা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁদের অনিয়মের ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য মাদারীপুর সার্কেল অফিসের বিভাগীয় কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. এনামুল হককে আমরা ডেকেছি। তিনি আজ (মঙ্গলবার) সন্ধ্যায় অফিসে আসবেন। তাঁর কথা শুনে আমরা ওই অফিসের আরও যা অসংগতি রয়েছে সেগুলো দেখব।’