বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার সাত ঘণ্টা সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পর সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
গতকাল শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেছিন এ তথ্য জানান।
বিউবো সূত্রে জানা গেছে, সিলেটের ১১ কেভি সোবহানীঘাট ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য কাল সোমবার সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরের মেন্দিবাগ, সোবহানীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাষ্টঘর, জেলগেট, বন্দররোড, ওসমানী শিশু উদ্যান, আবদুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবোর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, জরুরি মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।