কেটে ফেলা হচ্ছে ‘কথা বলা’ গাছ। গতকাল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামে
কেটে ফেলা হচ্ছে ‘কথা বলা’ গাছ। গতকাল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামে

পুলিশের উপস্থিতিতে শেষ পর্যন্ত কেটে ফেলা হলো গোপালগঞ্জের গাছটি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সেই গাছ কেটে ফেলা হয়েছে। রাঘদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশের উপস্থিতিতে আজ শনিবার বিকেলে গাছটি কেটে ফেলা হয়।

রাঘদী ইউনিয়নের গজিনা গ্রামের আলতাফ শেখের ছেলে সৌদিপ্রবাসী সবুর শেখের ঘরের পাশে একটি গাছ কথা বলছে, এমন অপপ্রচারের ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে আসতে থাকে সাধারণ মানুষ। কেউ কেউ নানা মানতও করতে শুরু করে। গাছের গায়ের সঙ্গে কান পেতে কথা শোনার চেষ্টা করে অনেকে। আজ শনিবার বিকেলে রাঘদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলমের উপস্থিতিতে কেটে ফেলা হয় গাছটি। গাছ কাটার সময় ভিড় করে স্থানীয় মানুষসহ দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।

ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, এলাকায় বিভ্রান্তি এড়াতে ও অপপ্রচারকে কাজে লাগিয়ে এ গাছ দিয়ে যাতে কেউ ব্যবসা করতে না পরে, সে জন্য গাছটি কেটে ফেলা হয়েছে।