বঙ্গবীর কাদের সিদ্দিকীর জন্য গামছা প্রতীকে ভোট চাইছেন মেয়ে কুঁড়ি সিদ্দিকী। বৃহস্পতিবার সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা পাটজাগ এলাকায়
বঙ্গবীর কাদের সিদ্দিকীর জন্য গামছা প্রতীকে ভোট চাইছেন মেয়ে কুঁড়ি সিদ্দিকী। বৃহস্পতিবার সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা পাটজাগ এলাকায়

গতবার ধানের শীষে, এবার বাবার জন্য গামছায় ভোট চাচ্ছেন কুঁড়ি সিদ্দিকী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন কুঁড়ি সিদ্দিকী। এবার বাবার জন্য বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে গামছা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি। কুঁড়ি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নিজের দল থেকে গামছা প্রতীকে প্রার্থী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির কারণে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হয়। পরে তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী জোয়াহেরুল ইসলামের কাছে হেরে যান। তবে জোয়াহেরুল এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন জানান, গতকাল বুধবার থেকে কুঁড়ি সিদ্দিকী তাঁর বাবার সঙ্গে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তিনি আলাদাভাবে সখীপুর পৌরসভার বেশ কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নারীদের সঙ্গে দেখা করেছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে বাবার জন্য গামছা প্রতীকে ভোট চাচ্ছেন। আজ বৃহস্পতিবার তিনি উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ভোট প্রার্থনা করছেন। সঙ্গে তাঁর মা নাসরিন সিদ্দিকীও রয়েছেন।

কুঁড়ি সিদ্দিকীর সঙ্গে থাকা কৃষক শ্রমিক জনতা লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘কুঁড়ি সিদ্দিকী বিভিন্ন উঠান বৈঠকে উপস্থিত থেকে নারীদের সঙ্গে কথা বলছেন। তিনি বলছেন, “গত নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। এবার নির্বাচনে কোনো কারচুপি হবে না। আপনারা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাবেন। আমার বাবাকে গামছা মার্কায় ভোট দেবেন। এবার কারচুপি হলে আমার বাবা জোরালো প্রতিবাদ করবে। এবার ভোট চোরদের কোনো রক্ষা নেই। গতবার আমার বাবা আমার জন্য ভোট চেয়েছেন। এবার আমার বাবার জন্য আপনাদের কাছে ভোট চাইতে এসেছি।”’

কুঁড়ি সিদ্দিকী বলেন, ‘এবার ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে নারী ভোটাররা ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে। নির্বাচন সুষ্ঠু হলে গামছা মার্কা ব্যাপক ভোটের ব্যবধানে জয় লাভ করবে ইনশা আল্লাহ।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনে কাদের সিদ্দিকীর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় (নৌকা প্রতীক)। তা ছাড়া এ আসনে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হচ্ছেন রেজাউল করিম (জাতীয় পার্টি), পারুল আক্তার (তৃণমূল বিএনপি), আবুল হাশেম (বিকল্পধারা বাংলাদেশ) ও মোস্তফা কামাল (বাংলাদেশ কংগ্রেস)।