নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে করা হত্যা মামলায় ট্রাকচালক ও মালিক সমিতির সদস্যসচিব শামীমকে আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আন্দোলন করছেন পরিবহন শ্রমিকেরা। তাঁরা আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের মণ্ডলপাড়া এলাকায় সড়কে ট্রাক ফেলে অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ আছে।
এর আগে গতকাল বুধবার রাতে আন্দোলনে গুলিতে আবুল হোসেন মিজি নিহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় করা মামলায় পুলিশ শামীমকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শামীমের মুক্তির দাবিতে আজ বেলা ১১টার দিকে শহরের মণ্ডলপাড়ায় পরিবহন শ্রমিকেরা এলোপাতাড়ি ট্রাক ফেলে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধের কারণে শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে মালামাল লোড-আনলোড বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে নিতাইগঞ্জে মালামাল কিনতে আসা ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন।
ট্রাকচালক ও মালিক সমিতির আহ্বায়ক সুজন মিয়া সাংবাদিকদের বলেন, ট্রাকচালক ও শ্রমিক ইউনিয়নের নেতাকে এভাবে ধরে নিয়ে হেনস্থা করা ঠিক হয়নি। বিএনপির এক নেতার ইন্ধনে তাঁকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। অবিলম্বে শামীমের মুক্তির দাবি জানান তিনি।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহম্মেদ প্রথম আলোকে বলেন, পরিবহন শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবুল হোসেন মিজি হত্যা মামলার ৬৭ নম্বর আসামি শামীম। তাঁকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।