কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে শুরু হওয়া তিন দিনের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ রোববার সকালে এই মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এই ইজতেমায় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকাল নয়টায় মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এর আগে বক্তব্যে চরমোনাই পীর বলেন, ‘নামাজ, রোজা যেমন ইবাদত; তেমনি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করাও ইবাদত। ভোট মানে সাক্ষী দেওয়া, সমর্থন করা। তাই বুঝেশুনে সেই সমর্থন দেওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে।’
এর আগে গত বৃহস্পতিবার সকালে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে শুরু হয় ইজতেমা।
নাগেশ্বরী উপজেলা থেকে আসা মুসল্লি আজিজার রহমান বলেন, ‘আমি প্রতিবছর ইজতেমায় আসি, এবারও আসছি। এবার হাজার হাজার মানুষ এসেছে। আজ সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হলো। এত মানুষের সঙ্গে মোনাজাত করে ভালো লাগছে।’