নাটোরের সিংড়া উপজেলায় কেন্দ্রঘোষিত শান্তি সমাবেশে অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম রশিদুল ইসলাম মৃধা (৪৮)।
শনিবার বিকেলে উপজেলার সোনাপুর এলাকায় শান্তি সমাবেশে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে সেখানে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
রশিদুল ইসলাম মৃধা সিংড়ার চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
পরিবার, স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশ সূত্র জানায়, রশিদুল ইসলাম শনিবার দুপুরে উপজেলার সোনাপুর এলাকায় দলীয় শান্তি সমাবেশে যোগ দেন। সমাবেশের শেষ পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিংড়ার শাপলা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
রশিদুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লাসহ দলীয় নেতারা তাঁর বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
সমাবেশে রশিদুল ইসলাম মৃধার সঙ্গে ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুল মোমিন মণ্ডল।
তিনি প্রথম আলোকে বলেন, সমাবেশ চলার সময় রশিদুল ইসলাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তাঁর মাথা ঘামতে থাকে। তিনি অস্থির হয়ে পড়লে তাঁকে নাটোরের শাপলা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।