অপরিচিত মুঠোফোন নম্বর থেকে মৃত্যুর হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান। নেতা–কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আঘাত আসবে, সবাইকে প্রস্তুত থাকতে হবে।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় ফতুল্লা থানা আওয়ামী লীগের আয়োজনে শান্তিমিছিল বের করার আগে সমাবেশে এসব কথা বলেন শামীম ওসমান। বিএনপি-জামায়াত হরতাল–অবরোধের বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। দলটির দাবি, হরতাল–অবরোধের নামে দেশে অগ্নিসন্ত্রাস চলছে।
বিএনপি–জামায়াতকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘ওরা আমাদের মানচিত্রে থাবা দিয়েছে। তবে শেখ হাসিনা হিমালয় পর্বতের চেয়েও শক্ত একটা মহিলা। কোনোভাবেই তিনি কারও কাছে মাথানত করেননি, করবেনও না। সামনে আরও অনেক আঘাত আসবে, তাই যত আঘাত আসুক না কেন, আমদের তা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।’
২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় নির্যাতন সহ্য করতে হয়েছে বলে জানান শামীম ওসমান। তিনি বলেন, ‘ওরা ক্ষমতায় এসে আমাদের ১৭ নেতা–কর্মীকে হত্যা করেছে। আমরা কিন্তু কাউকে হত্যা করিনি। ওরা আমার বাপ-দাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল, কিন্তু আমরা প্রতিশোধ নিইনি। ওরা যে অপরাধ করেছে, তা অমানুষিক কার্যকলাপ, শয়তানের কাজ। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। সে জন্যই এত দিন শেখ হাসিনা ক্ষমতায় আছেন।’
বক্তব্যে বর্তমান সরকারের অধীন নারায়ণগঞ্জে উন্নয়নের চিত্রও তুলে ধরেন এই সংসদ সদস্য। সমাবেশ শেষে নেতা–কর্মী ও সমর্থকদের নিয়ে শান্তিমিছিল বের করেন তিনি। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি থেকে বের হয়ে পাগলাবাজারে গিয়ে শেষ হয়। শান্তিমিছিলে আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী হতে শামীম ওসমান ছাড়াও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ।