কক্সবাজারে গ্রেপ্তার অপহরণকারী দলের চার সদস্য। আজ সকালে তোলা
কক্সবাজারে গ্রেপ্তার অপহরণকারী দলের চার সদস্য। আজ সকালে তোলা

কক্সবাজারের পাহাড়ে টর্চার সেল, পর্যটকদের অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা জাদিরাম পাহাড়ে পরিত্যক্ত ঘরে নির্যাতন কেন্দ্রের (টর্চার সেল) খোঁজ পেয়েছে র‌্যাব। অপহরণকারী একটি চক্র পর্যটকদের বন্দী ও নির্যাতন করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্ম করে আসছিল সেখানে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে দেশি অস্ত্রসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ার উজ্জ্বল দাশ (২৮), উৎপল দে (২৯), বিধান ধর (৩০) ও মহেশখাইল্যা পাড়ার অন্তর রুদ্র (২২)। এ সময় একটি কিরিচ, তিনটি ছুরি, দুটি লাঠি, একটি কালো রশি এবং তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, জাদিরাম পাহাড়ের ওপর নির্যাতন কেন্দ্র স্থাপন করে অপরাধী চক্রটি সৈকত ভ্রমণে আসা মানুষকে ধরে নিয়ে মুক্তিপণ আদায় করত। এ ছাড়া সেখানে মাদক সেবনের নিরাপদ স্থান গড়ে তুলেছিল তারা। গতকাল রাতে বৈদ্যঘোনা এসএ ক্যাং জাদিরাম পাহাড়ের আস্তানায় বসে অপরাধী চক্রটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে হানা দেয়। অস্ত্রসহ পালানোর চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য অপরাধীদের ধরার চেষ্টা চলছে। চারজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।