সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় উসকানিদাতাদের খুঁজছে পুলিশ। পুলিশ ও প্রশাসনের কাছে উসকানিদাতা হিসেবে দুজনের নামও এসেছে। রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান এ তথ্য জানান।
এদিকে ফেসবুক পোস্টে করা মন্তব্যে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার কিশোরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এ রিমান্ড মঞ্জুর করেন।
সুনামগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আকবর হোসেন প্রথম আলোকে, পুলিশ সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। সভায় হামলার বিষয়টি নিয়ে একাধিক বক্তা আলোচনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, ‘মঙ্গলবার রাত ৯টায় ঘটনা ঘটে। আমরা দ্রুত সেখানে যাই। স্থানীয় লোকজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এতে সবার সহযোগিতা ছিল।’
পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, ‘আমরা রাতেই গ্রামে গিয়ে সবার সঙ্গে কথা বলি। মিডিয়ার লোকজন আমাদের সঙ্গে ছিলেন। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে নিয়ে অপপ্রচারের চেষ্টা হয়েছে। দূর থেকে অনেকে প্রকৃত অবস্থা না জেনে মন্তব্য করেন। এটি দুঃখজনক।’ তিনি বলেন, সবার চেষ্টায় বড় কোনো অঘটন ঘটেনি। তাঁরা তদন্ত করছেন। হামলায় যারা উসকানিদাতা, তাঁদের খুঁজে বের করা হবে।
সভায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ পরিস্থিতি মোকাবিলায় সবার আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ঘটনাটি নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছে। দোষী যে–ই হোক, তাঁর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে সহায়তা চান।
সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) জেলা বিএনপির নেতা মল্লিক মইন উদ্দিন আহমদ বলেন, ২০২১ সালে শাল্লার একটি ঘটনা নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হয়েছিল। এবার সংবাদমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তাঁরা বস্তুনিষ্ঠ সংবাদ চান। অসত্য তথ্য দিলে মানুষ বিভ্রান্ত হয়।
ফেসবুকের একটি পোস্টে এক কিশোরের মন্তব্যকে কেন্দ্র করে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে গত মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ওই গ্রামের ২০-২৫টি বাড়িতে হামলা হয়। মঙ্গলবার পুলিশ ওই কিশোরকে আটক করে। পরদিন দোয়ারাবাজার থানায় পুলিশ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করে। ওই মামলায় আজ তার রিমান্ড মঞ্জুর হয়।