সিনেমা হলের প্রবেশপথ বন্ধ। পাশের টিকিট কাউন্টারে দর্শকদের ভিড়। কিছুক্ষণ পর হল কর্তৃপক্ষ জানিয়ে দিল ‘আজকের সব টিকিট শেষ’। শোরগোল পড়ে গেল হলের সামনে। অধিকাংশ দর্শক ফিরলেন পরের দিনের প্রদর্শনীর টিকিট কিনে। বাকিরা খালি হাতে। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা ঘিরে আজ শুক্রবার চট্টগ্রাম নগরের সুগন্ধা সিনেমা হলে এমন হুলুস্থুল কাণ্ড দেখা গেল।
শুক্রবার সুগন্ধা সিনেমা হলে তুফানের তিনটি প্রদর্শনী ছিল। দুপুর ১২টার প্রদর্শনীতে দর্শক কম হলেও সাড়ে ৩টার প্রদর্শনী শুরুর আগেই শেষ হয় সন্ধ্যার প্রদর্শনীর টিকিটও। বেলা আড়াইটার দিকে হলের সামনে দেখা যায়, বিকেলের প্রদর্শনী দেখতে ভিড় করছেন দর্শক। অনেকেই আবার টিকিট না পেয়ে ফেরত যাচ্ছেন। কেউ আবার আগাম টিকিট কেটে রাখছেন ভিড় এড়াতে।
কথা হয় সিনেমা দেখতে আশা ২৫-৩০ জন দর্শকের সঙ্গে। তাঁদের কেউ কেউ দ্বিতীয়বারের মতো সিনেমা দেখতে এসেছেন। এর মধ্যে নগরের আগ্রাবাদ এলাকা থেকে আসা সালেকিন আহমেদও আছেন। দুবার কেন দেখতে এলেন, জানতে চাইলে তিনি বললেন, ‘সুপারস্টার শাকিব খান আছে সিনেমায়, এই কারণেই দেখতে আসা।’ সাকিব খান সুপারস্টার কেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই সিনেমায় তাঁর লুক ও অভিনয় দিয়েই তিনি প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের সুপারস্টার।’
১৭ জুন মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত অ্যাকশন ঘরানার সিনেমা ‘তুফান’। মুক্তি আগে থেকেই সিনেমাটি ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা। মুক্তির দিন থেকেই চট্টগ্রামের তিন সিনেমা হলে সিনেমাটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। শুক্রবার নগরের সুগন্ধা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স ও সিলভার স্ক্রিনে তুফানের মোট প্রদর্শনী ১৬টি হয়।
এদিন বিকেলে তিন হলের সামনে দর্শকের সারি দেখা গেছে। কথা হয় বেসরকারি চাকরিজীবী ফারিয়া আফরোজ, ফাহমিদ হোসেন, মাকসুদ আলমসহ আরও ছয়জন দর্শকের সঙ্গে। সিনেমাটির কেন এত জনপ্রিয়তা, জানতে চাইলে তাঁরা বলেন, ‘মূল কারণ শাকিব খান। যত দিন যাচ্ছে তাঁকে নতুন নতুন লুকে দেখা যাচ্ছে। গ্যাংস্টার বা মাফিয়া লুকে তাঁকে অসাধারণ লেগেছে।’ তুফান দেখা কিংবা দেখতে আসা অধিকাংশ দর্শকের মতামত ছিল এমন।
‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এর মধ্যে একটি মহল্লার সাধারণ ছেলে ‘শান্ত’। এরপর তাঁকে দেখা যায় গালিব বিন গনি ওরফে ‘তুফান’ চরিত্রে। কিছু দর্শক বলছেন, ভারতীয় সিনেমার কিছু দৃশ্যের প্রভাব দেখা গেছে তুফানের গল্পে। শান্ত চরিত্রে শাকিবের অভিনয় সাবলীল মনে হয়নি। তবে তুফান চরিত্রে তাঁর সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
স্টার সিনেপ্লেক্সে স্বামীকে নিয়ে সিনেমাটি দেখেছেন লাবণ্য রহমান। তিনি বলেন, ‘গল্প খুব একটা ভালো লাগেনি। ভারতীয় দুটি সিনেমার কিছু দৃশ্যের সঙ্গে মিল পাওয়া যায়। তবে শাকিবের লুক অসাধারণ লেগেছে। বাকিদের অভিনয়ও দারুণ। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এমন সিনেমা আরও হওয়া দরকার।’
রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। তুফান ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।