কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
 প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ মাহমুদ ওরফে শুভ (২০) নামের ওই শিক্ষার্থী কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে পড়তেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রিয়াদের বাবা মুক্তার হোসেন পুলিশ সদস্য। তিনি খুলনার রূপসা থানায় কর্মরত আছেন। তাঁদের বাড়ি জেলার খোকসা উপজেলার গোপক গ্রামে। তাঁর বাবা কুমারখালীর বাটিকামারা এলাকায় একটি ভবন নির্মাণ করছিলেন। ওই নির্মাণাধীন ভবনে রিয়াদ আজ সকাল সাড়ে সাতটার দিকে পানি দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি উদ্ধার করে সুরতহাল করে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, নির্মাণাধীন ভবনে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।