পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গিরাগাঁও সীমান্তে ৩৫১ ভরি ৪ আনা সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই সীমান্তের রমজানপাড়া গ্রামের ৪১০ নম্বর সীমান্তখুঁটি এলাকা থেকে এসব সোনা উদ্ধার করা হয়।
সন্ধ্যা ৭টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান গিরাগাঁও বিওপি চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
উদ্ধার হওয়া এসব সোনার মধ্যে ১৫টি সোনার বিস্কুট এবং বিভিন্ন আকৃতির ৫টি বার রয়েছে। ভারতে পাচারের উদ্দেশ্যে এসব সোনা সীমান্ত এলাকায় নেওয়া হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।
সংবাদ সম্মেলনে যুবায়েদ হাসান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে গিরাগাঁও বিওপির বিজিবি সদস্যরা রমজানপাড়া সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি ওই এলাকার একটি ধানখেতে কেটে রাখা আমন ধান আঁটি বাঁধছিলেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তাঁর দিকে এগিয়ে যান। এ সময় বিজিবি সদস্যদের দেখে তিনি সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের দিকে দৌড়ে পালান। এ সময় ওই ব্যক্তি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে অন্য এলাকা দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করেন। তবে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। ওই ব্যক্তির ধানের আঁটি বাঁধার স্থানে একটি ছোট কাপড়ের ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটিতে ১৫টি সোনার বিস্কুট এবং বিভিন্ন আকৃতির ৫টি সোনার বার পাওয়া যায়। পরে এসব সোনা পঞ্চগড় জুয়েলারি সমিতিতে নিয়ে যাচাই করার পাশাপাশি ওজন করা হয়। এতে ৩৫১ ভরি ৪ আনা সোনা পাওয়া যায়।
যুবায়েদ হাসান আরও বলেন, ‘এসব সোনা উদ্ধারের বিষয়ে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে এবং উদ্ধার হওয়া সোনা থানায় জমা দেওয়া হবে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটক করা না গেলেও সেখানে যাঁরা আশপাশে কাজ করছিলেন, তাঁদের নাম-ঠিকানা এবং জমির মালিকের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।’