মির্জাপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শকের ওপর হামলা

টাঙ্গাইল জেলার মানচিত্র
টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক কক্ষ পরিদর্শকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক অভিভাবক তাঁর ওপর হামলা করেন বলে জানা গেছে।

হামলার শিকার ওই কক্ষ পরিদর্শকের নাম মো. নাহিদ আফসার। তিনি উপজেলার কদিমধল্যা এলাকার ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক।

মো. নাহিদ আফসার জানান, আজ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত মার্কেটিং বিষয়ের পরীক্ষা ছিল। তিনি তাঁর দায়িত্ব পালন শেষে পরীক্ষার্থীদের খাতা কেন্দ্র কার্যালয়ে জমা করে সেখান থেকে বের হন। এ সময় তাঁর সামনে মাস্ক পরা একজন পরীক্ষার্থী ও তাঁর অভিভাবক এসে গতি রোধ করেন। ওই দুজন নাহিদ আফসারকে বলেন, ‘এত কড়া গার্ড দিলে ছেলেরা পাস করবে কীভাবে? নাম-পরিচয় জেনে গার্ড দেওয়া উচিত।’ এ সময় নাহিদ আফসার তাঁদের উদ্দেশে বলেন, ‘ভাই, কথাটা বুঝলাম না। আসেন অফিসে বসে কথা বলি।’ এ কথা বলা মাত্রই ওই দুজন তাঁকে চড়থাপ্পড় মেরে দ্রুত চলে যান।

খবর পেয়ে কেন্দ্রসচিব ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী দ্রুত ঘটনাস্থলে যান। বিষয়টি তিনি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিনকে জানান।

ইউএনও বলেন, এ ঘটনায় ওই শিক্ষক তাঁর কাছে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।