মামলা
মামলা

নেত্রকোনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও ২ মামলা, সাবেক এমপিসহ আসামি ৪৭৯

নেত্রকোনায় নাশকতার অভিযোগে কেন্দুয়া ও পূর্বধলা থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। এতে নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ ১৬৭ আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩১২ জনকে আসামি করা হয়েছে।

গতকাল বুধবার সকালে নাশকতার অভিযোগ এনে স্থানীয় থানায় মামলাগুলো করা হয়। এর মধ্যে একটি মামলা করেন পৌর শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা মোবারক হোসেন।

পুলিশ ও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, এতে অসীম কুমার উকিলকে প্রধান আসামি করা হয়েছে। তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক এমপি অপু উকিলকে ২ নম্বর আসামি করে ১৫২ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। বাদী উল্লেখ করেন, গত ২৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসামিরা থানার গেটের সামনে তাঁর মালিকানাধীন তানজিম গিফট অ্যান্ড শপিং মল নামের দোকানে নাশকতাসহ হামলা-লুটপাট করে নিয়ে যান।

পূর্বধলা থানায় অন্য মামলাটি করেন নাকিব আহমেদ ওরফে সেতু নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। এতে ১৫ জনের নামসহ অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১২ জনকে। বাদী উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১ আগস্ট পূর্বধলা ডিগ্রি কলেজের সামনে দেয়ালচিত্র আঁকায় আসামিরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাতটি থানায় নয়টি মামলা হয়েছে। মামলা হওয়ার পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।