নাটোরের লালপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া চারজন। আজ রোববার দুপুরে
নাটোরের লালপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া চারজন। আজ রোববার দুপুরে

নাটোরে আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার

নাটোরের সাতটি থানায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের অন্তত ৩১ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁদের জুলাই-আগস্টের পর হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে জেলার সাতটি থানা এলাকায় পুলিশ একযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ওই ৩১ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে নাটোর সদরের ৯ জন, বড়াইগ্রামের ৯, নলডাঙ্গার ১, বাগাতিপাড়ার ১, লালপুরের ৪, গুরুদাসপুরের ৪ ও সিংড়ার ৩ জন রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাঁদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কথা কেউ জানেন না। বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ওই ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।