মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কাঠবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আইয়ুব আলী (৪৮) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে লেছড়াগঞ্জ বাজার-কাণ্ঠাপাড়া সড়কে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী উপজেলার মানিকনগর গ্রামের কিয়ামউদ্দিনের ছেলে। দুর্ঘটনায় বজলু গায়ান নামের একই গ্রামের এক বাসিন্দা আহত হয়েছেন। তিনি আইয়ুব আলীর কাঠের দোকানের কর্মচারী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে কাণ্ঠাপাড়া গ্রাম থেকে একটি ট্রলিতে করে কাঠের লাকড়ি নিয়ে লেছড়াগঞ্জ বাজারে যাচ্ছিলেন আইয়ুব। সঙ্গে ছিলেন তাঁর দোকানের কর্মচারী বজলু। বেলা দেড়টার দিকে লেছড়াগঞ্জ বাজার-কাণ্ঠাপাড়া সড়কের যাত্রাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ট্রলিটি পাশের খাদে পড়ে যায়। এতে আইয়ুব ও বজলু গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছেন। ট্রলিটি উদ্ধার করে জব্দ করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।