টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত হিমেলের চোখ হারানোর ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলা সদরের বাওয়ার কুমারজানি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী এলাকার আবদুল্লাহ আল মামুন (৪৫), তরফপুর ইউনিয়নের শিরঘাটা গ্রামের মজনু সিকদার (৩৫), বহুরিয়া ইউনিয়নের বড় গবড়া গ্রামের মিজান (৩০) ও বাওয়ার কুমারজানি এলাকার বাসিন্দা ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম সিকদারের ভাই শামীম আল মামুন (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে বাওয়ার কুমারজানি এলাকার বাসিন্দা সেলিম সিকদারের বাসায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়। পরে হিমেলের মা নাসিমা বেগমের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছররা গুলিতে অন্যদের সঙ্গে হিমেলও আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান, হিমেলের দুইচোখ অন্ধ হয়ে গেছে। এ ঘটনায় গত ৭ অক্টোবর টাঙ্গাইলের আদালতে ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন হিমেলের মা নাসিমা বেগম।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, মামলার তদন্তে নাম আসায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আজ রোববার টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে।