রাস্তাজুড়ে পড়ে আছে গাছপালা। ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার। সড়কের আশপাশে পড়ে থাকা টিন কুড়িয়ে নিয়ে যাচ্ছেন অনেকে। ভোরবেলার হঠাৎ দুই মিনিটের ঝড়ে উড়ে এসেছে ঘরের চালের এসব টিন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী এলাকায় ঝোড়ো বাতাসে বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫টি পরিবার।
আজ রোববার সকাল ছয়টার দিকে এ ঝড় বয়ে যায় ইছামতী এলাকার ওপর দিয়ে। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। বেলা দেড়টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাটি বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিল।
সকাল ৯টার দিকে সরেজমিন ওই এলাকায় গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ঝড়ে ক্ষতিগ্রস্ত সুজন বড়ুয়া বলেন, সকাল ছয়টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র বেগে ঝড়-বাতাস শুরু হয়। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় বসতঘর। ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা।
ইছামতী ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাথের লোকজন নিয়ে বিহারের রাস্তায় পড়া গাছ কেটে পরিষ্কার করছিলেন। তিনি বলেন, দুই মিনিটের ঝোড়ো বাতাসে গ্রামের সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। তবে এই গ্রাম ছাড়া আশপাশের কোনো গ্রামে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে এলাকায় আসেন রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী ওয়ার্ড কাউন্সিলর মো. ওমর তালুকদার। তিনি বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে শুধু এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ছয়টা থেকে বিদ্যুৎ–বিচ্ছিন্ন রয়েছে এলাকাটি। ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি।