উদ্ধার হওয়া চাইনিজ রাইফেল। আজ মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী থানায়
উদ্ধার হওয়া চাইনিজ রাইফেল। আজ মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী থানায়

নোয়াখালী

থানা থেকে লুট হওয়া রাইফেল পড়ে ছিল খালপাড়ে

নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া একটি চায়নিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট বিকেলে সোনাইমুড়ী থানায় হামলা-অগ্নিসংযোগ করে ওই রাইফেল লুট করা হয়। আগ্নেয়াস্ত্রটি কে বা কারা খালের পাড়ে ফেলে রেখেছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুকের নির্দেশনায় আজ দুপুরে সোনাইমুড়ী থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতিয়া খালের পশ্চিম পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা চায়নিজ রাইফেলটি উদ্ধার হয়। পরে সেটি থানায় নিয়ে আসা হয়েছে।

জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, গত ৫ আগস্ট থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগকালে ১৭টি চায়নিজ রাইফেল লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। এর মধ্যে এখন পর্যন্ত ১৩টি রাইফেল উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত বাকি অস্ত্রগুলো উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।