হালতি বিলে বজ্রপাতে আহতদের উদ্ধার করেন স্থানীয় লোকজন। আজ শুক্রবার সকালে
হালতি বিলে বজ্রপাতে আহতদের উদ্ধার করেন স্থানীয় লোকজন। আজ শুক্রবার সকালে

হালতি বিলে শামুক সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ২

নাটোরে হালতি বিলে শামুক সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। তাঁরা সবাই একই নৌকায় ছিলেন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া কবরস্থানের পাশে হালতি বিলে।

নিহত দুজন হলেন নলডাঙ্গার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেন মণ্ডলের ছেলে মোমিন হোসেন (৩৪) ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্রপারবিশা গ্রামের সাদেক আলীর ছেলে রায়হান আলী (৩২)। আহত হয়েছেন খোলাবাড়িয়া গ্রামের কাফাজ উদ্দিনের ছেলে সেন্টু আলী (৫২) ও রংপুর জেলার বাসিন্দা মকবুল হোসেন (৩৫)।

নলডাঙ্গা থানা–পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে মোমিন হোসেনসহ কয়েকজন নৌকা নিয়ে হালতি বিলে শামুক সংগ্রহ করতে বের হয়েছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে তাঁদের নৌকার ওপর বজ্রপাত হয়। এ সময় মোমিন হোসেন নৌকা চালাচ্ছিলেন। তিনি পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নৌকার অন্য আরোহী রায়হান আলী, সেন্টু আলী ও মকবুল হোসেন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে রায়হান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।

খোলাবাড়িয়া গ্রামের মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা নৌকায় করে হালতি বিলে শামুক সংগ্রহ করছিলেন। এ সময় বজ্রপাত হয়। পরে বিলের মাছশিকারিরা তাঁদের উদ্ধার করেন। মোমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মুঠোফোনে তাঁরা ঘটনাটি জানতে পারেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।