নোয়াখালীর সেনবাগ

সংসদ সদস্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রতিবাদ আওয়ামী লীগের একাংশের

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে তাঁর অনুসারীদের সংবাদ সম্মেলন। গতকাল রাতে সেনবাগ উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। মোরশেদ আলমের অনুসারী হিসেবে পরিচিত নেতারা গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন। তাঁরা ‘ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে দলের সব নেতা-কর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান।

মোরশেদ আলম নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ঈদপরবর্তী তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের অপর একটি অংশ। সেখানে উপজেলা ও জেলা আওয়ামী লীগের সাবেক কয়েকজন নেতা সংসদ সদস্য মোরশেদ আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বক্তব্য দেন। সভার শেষ পর্যায়ে মোরশেদ আলমকে সেনবাগে অবাঞ্ছিত ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর।

ওই ঘটনার প্রতিবাদে গতকাল সংসদ সদস্যের অনুসারীরা সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেন ওরফে কানন। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, সেনবাগ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু আব্বাস চৌধুরী, মো. কামাল উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য মোরশেদ আলমের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আগামী নির্বাচনে তাঁর দলীয় মনোনয়ন নিশ্চিত বুঝতে পেরে চিহ্নিত কিছু ব্যক্তি সেনবাগ আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোকে নষ্ট করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছেন, যাঁরা আওয়ামী লীগের কোনো স্তরের নেতা নন। ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁরা শনিবার মতবিনিময় সভার নামে সীমাহীন মিথ্যাচার করেছেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মোরশেদ আলমকে নিয়ে তাঁরা যে অপপ্রচার চালাচ্ছেন, তা সত্য নয়। তাঁরা এসব অপপ্রচারের মাধ্যমে দলকে ক্ষতিগ্রস্ত করছেন এবং বিরোধীদের সঙ্গে আঁতাত করে তাদের হাতকে শক্তিশালী করছেন। তাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সব স্তরের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

গত শনিবার সেনবাগ পৌরসভার উত্তর সাহাপুর এলাকায় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার বাড়িতে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী। পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিম চৌধুরীর সঞ্চালনায় সভায় সংসদ সদস্য মোরশেদ আলমের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা জামাল উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া, সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরেজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সিহাব উদ্দিন প্রমুখ।