সোমবার রাতে পিরোজপুর পৌরসভার কৃষ্ণচূড়া এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব
সোমবার রাতে পিরোজপুর পৌরসভার কৃষ্ণচূড়া এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব

পিরোজপুরে স্ত্রীকে হত্যার ১৩ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলার গৃহবধূ নাসিমা বেগমকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তাঁর স্বামী নজরুল ইসলামকে (৫৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে পিরোজপুর পৌরসভার কৃষ্ণচূড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সদর উপজেলার চালিশা গ্রামে। হত্যাকাণ্ডের ঘটনার ১৩ বছর পর নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানা-পুলিশের একটি দল ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়াতলা এলাকার একটি ডোবা থেকে হাত–বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করে। পরে উদ্ধার হওয়া লাশ চালিশা গ্রামের নাসিমা বেগমের বলে জানা যায়। এ ঘটনায় পুলিশ নিহত নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২২ সালে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ত্রীকে হত্যার পর নজরুল ইসলাম পলাতক ছিলেন। র‍্যাব-৮ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে। এরপর তাঁকে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার নজরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।