কুষ্টিয়ায় নিজের ঘরে ঝুলছিল স্কুলছাত্রের লাশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ির সামনে চলছে স্বজনদের আহাজারি
ছবি : প্রথম আলো

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাকিবুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রায়পুর গ্রামে ওই কিশোরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে ওই কিশোর বাড়িতে একাই ছিল।

রাকিবুল ওই গ্রামের ব্যবসায়ী সানোয়ার হোসেনের ছেলে। সে জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রাকিবুল আত্মহত্যা করেছে।

রাকিবুলের স্বজনেরা বলেন, রাকিবুলের বাবা ব্যবসার কাজে বাইরে থাকেন, মা গতকাল বড় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে রাকিব একা ছিল। গতকাল রাত ৯টার দিকে রাকিব নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। আজ সকাল সাড়ে সাতটার দিকে তার চাচি রোজিনা খাতুন তাকে খাবার দিতে গিয়ে শয়নকক্ষ বন্ধ দেখতে পান। এরপর কয়েকবার ডাকাডাকি ও ঘরের দরজা ধাক্কাধাক্কি করেন। তবুও রাকিবুল সাড়া না দিলে তিনি দরজা ভেঙে ঘরের ভেতরে যান। ঘরের বাঁশের আড়ার সঙ্গে রাকিবুলের লাশ ঝুলতে দেখে চিৎকার দেন তিনি।

রাকিবুলের মা মোছা. রাজিয়া খাতুন বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। রাতেও মোবাইলে কথা হয়েছিল। সকালে এমন খবর শুনে ছুটে এসে দেখি, ব্যাটা আর নেই। আমার ছেলে খুব ভালো। কোনো দোষ ছিল না। জানি না কী কারণে এ কাজ করেছে।’

চাচি রোজিনা খাতুন বলেন, ‘ও তো খুব ভালো ছোয়াল। রাতেও দেখা হয়েছিল। কী কারণে যে কী হলো, কিছু বুঝতেছি না।’

স্থানীয় বাসিন্দারা বলেন, রাতে রাকিবুল একা বাড়িতে ছিল। সকালে লাশ পাওয়া গেল। বিষয়টি ভালোভাবে তদন্ত হওয়া দরকার।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহসীন হোসাইন বলেন, তাঁরা লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।