পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২১ মাস বয়সী শিশুর মৃত্যু

পঞ্চগড়ে বাড়ির পাশের পুকুরে ডুবে সায়মন সাদিক নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু সায়মন সাদিক ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কামাত কাজলদিঘি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদ বলেন, দুপুরে বাড়ির বাইরে বাঁশের বেড়া তৈরির কাজ করছিলেন সায়মনের বাবা হাবিবুর রহমান। পাশেই বসে খেলছিল শিশু সায়মন। এর কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে বাড়িতে খুঁজতে যান হাবিবুর। পরে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কামাত কাজলদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।