ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব

বরগুনায় গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু

আশ্রাব আলী
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বরগুনার বেতাগী উপজেলার ছোট মোকামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আশ্রাফ আলী (৬১)। তিনি বরগুনার বেতাগী উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন আশ্রাফ আলী। সকাল থেকে ছোট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ঝোড়ো বাতাস বইতে থাকে। এই বৈরী আবহাওয়ার মধ্যে কাজের সন্ধানে বের হন আশ্রাফ আলী। সকাল সাড়ে ১০টার দিকে মোকামিয়া এলাকায় রাস্তার পাশের একটি গাছ হঠাৎ উপড়ে যায়। এতে গাছটির নিচে চাপা পড়েন আশ্রাফ আলী। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, গাছের নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তির বাড়িতে ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।