নোয়াখালী জেলা শহর মাইজদীর পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওরফে অনিক (২৪) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মাজহারুল হকের ছেলে। তিনি আবুধাবীপ্রবাসী ছিলেন। দুই মাস পাঁচ দিন আগে দেশে আসেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে গ্রামের বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেল নিয়ে মাইজদী আসেন আনোয়ার হোসেন। সন্ধ্যা ছয়টার দিকে তিনি শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় মাইজদী-চৌমুহনী মহাসড়কের পশ্চিম পাশের একটি রেস্তোরাঁ থেকে ইফতারি কেনেন। এরপর মোটরসাইকেল নিয়ে রেস্তোরাঁর সামনের সড়কে উঠতেই সোনাপুর থেকে মাইজদী অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আনোয়ার হোসেন মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কিছুক্ষণ পর সেখানে তাঁর মৃত্যু হয়।
আনোয়ার হোসেনের বাবা মাজহারুল হক বলেন, আনোয়ার হোসেন আসরের নামাজের পর বাড়ি থেকে বের হন। এ সময় বলেছিলেন তাঁদের বন্ধুদের একটা ইফতার অনুষ্ঠান আছে। ইফতার শেষে বাড়ি ফিরবেন। ইফতারের সময় একটি নম্বর থেকে মুঠোফোনে কল দিয়ে জানানো হয় তাঁর ছেলে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছেন। পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন ছেলে মারা গেছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক বলেন, আনোয়ার হোসেন ইফতারি নিয়ে রেস্তোরাঁ থেকে মোটরসাইকেল ঘুরিয়ে সড়কে উঠতেই দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।