বগুড়ার শেরপুরে দুর্ঘটনায় আহত আরও দুজনের মৃত্যু

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে
ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুরে ঘোগা সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে।

গতকাল শুক্রবার দিবাগত রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়। এর আগে গতকাল বেলা তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরের মশিউর রহমান (৩৫) ও তাঁর স্ত্রী বিলকিস বেগম (৩০)। তাঁরা দুজন কালিয়াকৈর পরিবহনের একটি বাসে ঢাকায় যাচ্ছিলেন।

এর আগে দুর্ঘটনাস্থলে মারা যাওয়া দুজন হলেন কালিয়াকৈর পরিবহনের বাসচালক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুজন মিয়া (৩৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৪০)। ফেন্সি বেগম ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ ট্রাভেলসের নওগাঁগামী যাত্রী ছিলেন। গতকাল রাত ৯টার দিকে তাঁদের দুজনের পরিচয় শনাক্ত করে পুলিশ।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রোজিবুল ইসলাম বলেন, বাসচালক সুজন মিয়া ছাড়া নিহত অন্য তিনজন পোশাক কারখানার কর্মী। এ দুর্ঘটনায় কালিয়াকৈর পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বাসচালকের লাশ আজ শনিবার সকাল ১০টায় হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ কে এম বানিউল আনাম বলেন, দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় গতকাল রাতে নিহত মশিউর রহমানের বড় ভাই মিজানুর রহমান বাদী মামলা করেছেন। মামলায় দুর্ঘটনাকবলিত দুই বাসের চালককে আসামি করা হয়েছে।