নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাহীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ

শাহীন আক্তার
শাহীন আক্তার

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গত শনিবার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কক্সবাজারের সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য এই নোটিশ দেন। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় সশরীর বা প্রতিনিধি পাঠিয়ে লিখিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের হিসাব সহকারী ও নির্বাচন অনুসন্ধান কমিটির সহায়ক কর্মচারী মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

শাহীন আক্তার উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী। তাঁকে পাঠানো নোটিশে বলা হয়, গত ২৯ নভেম্বর কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ৬০ কিলোমিটারজুড়ে ব্যানার-ফেস্টুন দিয়ে তোরণ নির্মাণের পাশাপাশি শতাধিক গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করা হয়।

এরপর টেকনাফে জনসভা করে নৌকা মার্কায় ভোট চাওয়া হয়। জনসভায় গান চালিয়ে নাচ পরিবেশন করা হয়। এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে শাহীন আক্তার প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাত পর্যন্ত তিনি কোনো নোটিশ পাননি। পেলে এর ব্যাখ্যা দেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালায় বলা হয়েছে, ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করা যাবে না। তা ছাড়া কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তাদের মনোনীত প্রার্থী বা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন নিয়ে মিছিল বের করতে পারবেন না।

মহড়াও করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। সে হিসাবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।