রাজশাহীতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ আলী রায়হান (২৮) নামের এক তরুণ মারা গেছেন। তিনি রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৫ আগস্ট দুপুরে রায়হান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেদিনই তাঁর অস্ত্রোপচার করা হয়। পরে তাঁকে সেদিনই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি আজ সন্ধ্যা সাতটার দিকে মারা যান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম বলেন, রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগে পড়েন। তিনি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে। আগামীকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজশাহী কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
স্থানীয় লোকজন বলেন, গত সোমবার আন্দোলনকারীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় জড়ো হতে থাকেন। দুপুরের দিকে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী নগরের সাহেব বাজারের দিকে এগোতে থাকেন। তাঁরা নগরের আলুপট্টি এলাকার কাছাকাছি এসে আওয়ামী লীগ ও পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আন্দোলনকারীদের পক্ষ থেকেও প্রতিরোধের চেষ্টা করা হয়। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। সেদিন সংঘর্ষের স্থান থেকে পালানোর সময় ধারালো অস্ত্র দিয়ে সাকিব আনজুম (২৭) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। রায়হানকে নিয়ে সেদিনের ঘটনায় দুজন শিক্ষার্থী মারা গেলেন।