কিশোরগঞ্জে আধা বেলা হরতালের ডাক বিএনপির

বিএনপির লোগো
বিএনপির লোগো

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার কিশোরগঞ্জে আধা বেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

গতকাল শনিবার রাতে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে সাজানো মামলায় রোববার ভোরে তাঁর নির্বাচনী এলাকা ভৈরবের কমলপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আধা বেলা কিশোরগঞ্জে সর্বাত্মক হরতাল পালন করবে জেলা বিএনপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শরীফুল আলমসহ জেলার অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আধা বেলা হরতাল সফল করার জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। পাশাপাশি কিশোরগঞ্জ জেলাবাসীকে হরতালে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

এর আগে এ ঘটনায় দুপুর ১২টার দিকে এক ভিডিও বার্তায় ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শাহিন ভৈরবে রোববার হরতালের ডাক দেয়।

ভোরে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার অন্য চারজন হলেন ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, মাজহার ও শরীফুল আলমের ব্যক্তিগত গাড়ির চালক রতন মিয়া।