নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

গ্রেপ্তারকৃত চার শিক্ষককে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

রাজপ্রতাপ দাস
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাস (১৫) হত্যা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চার শিক্ষককে কারাফটকে দুই দিন জিজ্ঞাসাবাদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সাতক্ষীরার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ওই চার শিক্ষককে মামলার তদন্তের জন্য পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ।

এই চারজন হলেন প্রধান শিক্ষক আবদুল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক এম এ মুহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সিদ্ধার্থ রায়।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের তিনতলা ভবনের একটি কক্ষে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপসহ কয়েকজন মিলে সহপাঠী জুবায়ের হোসেন ও মশফিকের জন্মদিনের কেক কাটে। এর জের ধরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম এ মুহিতের নেতৃত্বে সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ, মনিরুল ইসলাম ও সিদ্ধার্থ রায় ছাত্রদের মারপিট করেন। পরে তাঁদের  প্রধান শিক্ষক আবদুল মোনায়েমের কক্ষে নিয়ে আবারও মারপিট করা হয়। এসব ঘটনার পর রাজপ্রতাপ দাস বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাঁকে নলতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৭ জুলাই হত্যা মামলাটি করেছেন রাজপ্রতাপের বাবা দীনবন্ধু দাস। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক।