বরিশালের সাবেক এমপি গোলাম কিবরিয়া কেরানীগঞ্জে আটক

সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া
 ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম কিবরিয়াকে (টিপু) আটক করে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গোলাম কিবরিয়া বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বাঘৈর এলাকার বাসিন্দা সৈয়দ আলী বলেন, তাঁদের এলাকায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়ার কিছু জমি ও একটি ছোট বাড়ি আছে। তাঁরা ধারণা করছেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি এখানে আত্মগোপনে ছিলেন। তবে এত দিন তাঁরা কেউ তাঁকে দেখতে পাননি। গতকাল সন্ধ্যায় তিনি (কিবরিয়া) বাড়ির বাইরে বের হন। এলাকার লোকজন তাঁকে চিনে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসী জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়াকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।