সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইনে ফাটল দেখে আতঙ্কিত হয়ে লাল কাপড় উড়িয়ে মালবাহী একটি ট্রেন থামিয়ে দিয়েছেন স্থানীয় কৃষকেরা। পরে ফাটলের স্থানটি সতর্কতার সঙ্গে ধীরগতিতে অতিক্রম করে ট্রেনটি গন্তব্যে চলে যায়। আজ মঙ্গলবার সকালে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়ন অংশের সিরাজগঞ্জ–ঈশ্বরদী রেল রুটের ছাগলা–পাগলা রেলওয়ে সেতুর পাশে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে স্থানীয় কৃষকেরা রেললাইনের পাশ দিয়ে মাঠে কাজে যাওয়ার পথে রেললাইনের এমন ফাটল দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই তাঁরা জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ঈশ্বরদীরগামী একটি মালবাহী ট্রেন আসতে দেখেন। ওই ফাটলের কারণে দুর্ঘটনা ঘটতে পারে ভেবে তাঁরা সেখানে একটি লাল কাপড় উড়িয়ে মালবাহী ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনের চালক নেমে রেললাইনের ফাটলের স্থানটি পর্যবেক্ষণ করে দেখে ধীরগতিতে ট্রেনটি চালিয়ে সেখান থেকে চলে যান।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবদুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ফাটলের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। সব মিলিয়ে যা মনে হয়েছে, এই ফাটলের কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে লাল কাপড় উড়িয়ে ট্রেন থামিয়ে সতর্ক করে যে সচেতনতার পরিচয় দিয়েছেন, সেটি নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী আহসানুর রহমান প্রথম আলোকে বলেন, ফাটলের ওই স্থানে সংস্কারকাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এ ফাটল মেরামত শেষ হবে। তবে বর্তমানে ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।
প্রসঙ্গত, ৬ জানুয়ারি একই রেল রুটে উপজেলার চালা এলাকায় এমন ফাটল দেখা দিলে এলাকাবাসী লাল কাপড় উড়িয়ে ট্রেন থামিয়ে দিয়েছিলেন।