চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে তিনজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শুক্রবার উপজেলার শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে।
যে পোশাক কারখানায় হামলার অভিযোগ উঠেছে এর নাম দাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কারখানার শ্রমিকেরা আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার মরিয়মনগর চৌমুহনী-রাণীরহাট সড়ক অবরোধ করেন। পরে পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। হামলার ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক অন্তর চন্দ্র বৈদ্য রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, আজ সকালে জোরপূর্বক কারখানার সীমানাপ্রাচীরের ওপরে টিন দিয়ে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন কিছু ব্যক্তি। এ সময় কারখানার পক্ষ থেকে বাধা দেওয়া হলে ওই ব্যক্তিরা কারখানার পরিচালক অন্তর চন্দ্র বৈদ্য ও রাসেল দাশকে মারধর করেন। একই সময়ে এক নারী শ্রমিককে মারধর করা হয়। বিষয়টি কারখানার শ্রমিকেরা জানার পর কাজ বন্ধ রেখে সড়কে নেমে পড়েন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কারখানা কর্তৃপক্ষের দেওয়া অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।