নিরাপত্তাহীনতায় ভুগছেন, বললেন হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি

ঝিনাইদহ জেলার মানচিত্র
ঝিনাইদহ জেলার মানচিত্র

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দারের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি করেছেন। আজ বুধবার দুপুরে তিনি হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

মশিউর রহমান অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কালীতলা বাজারে সাংগঠনিক কাজ শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে সাতব্রিজ বাজার এলাকায় পৌঁছালে তাঁর গাড়ি লক্ষ্য করে হরিশপুর গ্রামের একদল সন্ত্রাসী লোহার রড-চাপাতিসহ দেশি অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে তাঁর গাড়ি ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে তাদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম।

ঘটনার পর থেকেই মশিউর রহমান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা ও জানমালের ক্ষতি এড়াতে হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মশিউর আরও বলেন, এ ঘটনা তিনি জেলা আওয়ামী লীগসহ কেন্দ্রীয় নেতাদের মৌখিকভাবে জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করবেন বলে জানান।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা মশিউর জোয়ার্দ্দার একটি জিডি করেছেন। তাঁরা বিষয়টি তদন্ত করছেন এবং তাঁর নিরাপত্তার বিষয়টিও দেখছেন বলে জানান।