দিনাজপুর সদর উপজেলায় বিআরটিসি বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার দরবারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের শামসুর রহমানের ছেলে সোহানুর রহমান (২৪), একই এলাকার লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম আহমেদ (২৬) এবং খামার সাতনালা জসিম মেম্বারপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে ফয়জার হোসেন (৩৫)। তিনি পিকআপ ভ্যানে চালকের আসনে ছিলেন।
নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসির বাসটি পিরোজপুরের উদ্দেশে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ব্যাটারির কিছু ভাঙারি মালামাল নিয়ে রানীরবন্দর হতে দিনাজপুর শহরে আসতেছিল। দরবারপুর এলাকায় পৌঁছালে উভয় গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপচালক ও দুই সহকারীর।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের একজন পিকআপচালক অপর দুজন চালকের সহকারী। বিআরটিসি বাসের যাত্রীদের কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।